দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বুধবার সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ডিজিটাল লটারির মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। এতে ২৪০ শিক্ষার্থীদের ভাগ্য নির্ধারণ হয়েছে। বিকাল সাড়ে ৩ টায় সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় আয়োজিত ডিজিটাল লটারির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে ইউএনও রিয়াজ উদ্দিন বোতাম চেপে ডিজিটাল লটারির কার্যক্রম শুরু ও ফল প্রকাশ করেন।.
এসময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মন্ডল, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, শিক্ষক প্রতিনিধি .. বেগমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মীসহ সূধিজনরা উপস্থিত ছিলেন।.
সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী জানান, অনলাইনে স্কুলে ভর্তির এই লটারি বিশেষ একটি সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে হচ্ছে। বিদ্যালয়ে দিবা (ছেলে) শাখায় ১২০ জন এবং প্রভাতী (মেয়ে) শাখায় ২৪০ টি শূন্য আসনের বিপরীতে মোট ৪০০ জন শিক্ষার্থীর আবেদন লটারিতে জমা পড়েছে। আনুষ্ঠানিকভাবে ডিজিটাল লটারিতে ২৪০ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। এতে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোঠায় বিনা লটারিতে এবং শিক্ষক সন্তানরা বিনা লটারিতে নির্বাচিত হয়েছে। এছাড়াও নির্বাচিত দিবা (ছেলে) ৩০ জন এবং প্রভাতী (মেয়ে) ৩০ জনকে অপেক্ষামান রাখা হয়েছে।. .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: