• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ব্যঞ্জনা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০১ জানুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:০৫ পিএম;
ব্যঞ্জনা
ব্যঞ্জনা

সৃজন করে ত্রিভূবন , পাহাড় নদী বন
শ্রেষ্টত্ব মানবের দিলেন ঘোষণা।
জ্ঞানের সলিলে সিক্ত , মানুষ নহে রিক্ত
অজ্ঞাতরে জ্ঞাত , জ্ঞান জ্যোতির বর্ধন
হয় না বঞ্চনা।
সর্বদাতা সর্বদর্শী , হৃদয়ের মর্মস্পর্শী
লা- ইলাহা সংস্পর্শী , সর্ব ব্যথা বিনাশী
অমুল্য গাইলে বন্দনা।
জেগে একবার ধ্যানে খোদার আহবান
পাই করুণার দান , তুমিত ফুলের বাগান
ভ্রমরার ব্যাকুল ব্যঞ্জনা।.

.

ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ