• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

যার মন্দটাই ভাসে চোখে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:০৫ পিএম;
যার মন্দটাই ভাসে চোখে
যার মন্দটাই ভাসে চোখে

যেজনা আমায় পিছু ডাকে.

সে জন আমার কে,.

যার মন্দটাই ভাসে চোখে.

সে কেন গো পিছু ডাকে।।.

 .

যাবার যেজন সেতো চলেই যাবে.

মতি-গতি, রীতি-নীতি যার না থাকবে.

সুযোগ সন্ধানী সেতো ভালবাসে মন্দকে।।.

স্বভাবের অভাবে যে নিত্যানন্দ পায়.

কুকিল বাঁধে না বাসা অপরের অপেক্ষায়.

আসল ছেড়ে নকলের সদা আসক্তিতে থাকে।।.

 .

কয়লার ময়লা যায় না শতবার ধুইলে.

নদীর পানি কভু উজান নাহি চলে.

জোছনা বিলায় চাঁদ ধরার বুকে।।.

টালবাহানা আর প্রতারণা যার নিত্য সঙ্গি.

ভাল-মন্দ পরখ করতে ধরবেই তো ভঙ্গি.

অক্ষমতা যার চিনতে সোজা পথকে।।. .

ডে-নাইট-নিউজ /

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ