আলাউদ্দিন আদরের সাহিত্যচর্চার হাতেখড়ি স্কুল পড়ার সময় থেকে। প্রথম লেখা প্রকাশ পেয়েছে ফেনী থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকায়।.
সাহিত্যের অঙ্গনে সত্য ও সুন্দরের কবি নামে পরিচিত এই কবির ২০১৮ সালে প্রিয় বাংলা প্রকাশন থেকে প্রকাশিত হয় গবেষণাধর্মী প্রবন্ধের বই ‘সাহিত্যে নোবেল : ভেতর বাহির’ এবং দাঁড়িকমা প্রকাশনী থেকে প্রকাশিত হয় প্রথম কবিতার বই ‘নিবন্ধিত নারী’। ২০১৯ সালে দাঁড়িকমা থেকে প্রকাশিত হয় স্বল্পদৈর্ঘ্যের কবিতার বই ‘এক টুকরো হৃদয়’। ২০২০ সালে বইমেলায় তৃতীয় কাব্যগ্রন্থ ‘সময়ের শিলালিপি’ প্রকাশ করছে কুঁড়েঘর প্রকাশনী লিমিটেড এবং প্রথম শিশুতোষ গ্রন্থ ‘রাজকন্যা ও ফুলপরী’ প্রকাশিত হয়েছে দ্বৈতা প্রকাশ থেকে।.
ইতোমধ্যে গীতিকবি হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তিনি। তার লেখা ‘খুশির চাঁদ’ , ‘ফেরার গান’ ও ‘মায়ের ভালোবাসা’ নামের গান তিনটি হয়েছে সমাদৃত ও দর্শক-শ্রোতা নন্দিত।.
লেখালেখির পাশাপাশি জড়িত আছেন তরুণদের নিয়ে তার ‘এসো শিখি’ নামে একটি টিম। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়ার স্বপ্নে কাজ করেছেন সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন; বর্তমানে তিনি সংগঠনটির সভাপতি।কাজ করেছেন পথের ফুল, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডসহ বেশ কয়েকটি দেশী ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনে।.
সাহিত্য কর্মের স্বীকৃতি স্বরূপ অর্জন করেছেন প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার-২০১৮, পথিক লেখক সম্মাননা-২০১৬ এবং একুশে বইমেলা বুলেটিন-২০১৬ লেখক সম্মাননা স্মারকসহ নানান পুরস্কার ও সম্মাননা। নানামুখী প্রতিভাবান এই তরুণের ঝুলিতে রয়েছে ঢাকা থেকে প্রকাশিত নয়াচাবুক নামক কার্টুন পত্রিকার আইডিয়া কার্টুন প্রতিযোগীতায় তিন বার দেশসেরা কার্টুনিস্ট হওয়ার গৌরবও!.
আদরের এক জন্মদিনে সাহিত্যের কাগজ স্বাপ্নিক প্রকাশ করেছিল, সত্য ও সুন্দরের কবি ‘আলাউদ্দিন আদর’ সংখ্যা। পত্রিকাটির সম্পাদক মুহসিনুদ্দীন তাজের সম্পাদনায় প্রকাশিত সংখ্যাটিতে আলাউদ্দিন আদরের সৃজনকর্ম নিয়ে আল মাহমুদ, আসাদ চৌধুরী, জাকির তালুকদার, জাগলুল হায়দার, জাকির আবু জাফরসহ দেশ বরেণ্য অনেক লেখকের লেখা ছিলো। লিখেছে অর্ধ শতাধিক প্রতিশ্রুতিশীল তরুণ লেখক ও কবি, সাহিত্য সমালোচক।.
তরুণ এই সাহিত্যিক সাহিত্য মাঠে শব্দ চাষ করে চলছে বিরামহীন.
ডে-নাইট-নিউজ / তানজিদ শুভ্র :
আপনার মতামত লিখুন: