এরইধারাবাহিকতায়আজ১লাজানুয়ারী২০২৪ইংসোমবারবিশ্বনাথউপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে বই উৎসব পালন করেছে।.
উপজেলার লামাকাজী, খাজাঞ্চী, অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ, দেওকলস ও দশঘর ইউনিয়নে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বই উৎসব পালনের খবর পাওয়া গেছে। বিভিন্ন আয়োজনের মাধ্যমে উৎসব উদযাপনের মধ্যে রয়েছে উপজেলার রামসুন্দর অগ্রগামী, উত্তর বিশ্বনাথ, রাগীব রাবেয়া,, আল আজম, চারিগ্রামসরকারিপ্রাথমিকবিদ্যালয়, কান্দিগ্রাম, তেলিকোনা, চন্দ্রগ্রাম, জয়নগর, বন্ধুয়া সরকারী স্কুলসহ একাধিক স্কুলেনতুনবইবিতরনকরাহয়৷.
.
বই বিতরণে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, স্কুল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।.
আপনার মতামত লিখুন: