• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবিতে শিক্ষক সমাবেশ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:১০ পিএম;
লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবিতে শিক্ষক সমাবেশ
লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবিতে শিক্ষক সমাবেশ
লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয় করণের দাবিতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  আজ ৭ ই ডিসেম্বর শনিবার সকাল ৯ টা লক্ষ্মীপুর দারুল উলুম আলিয়া মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমন্বয়ক কমিটির উদ্যোগে বাংলাদেশ ইবতেদায়ী পরিষদের জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল এর সভাপতিত্বে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ড,আবদুছ ছবুর মাতুব্বর,সমন্বয়ক,বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক জাতীয় সমন্বয়ক কমিটি। বিশেষ অতিথিঃ অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দীন মাহমুদ,উপদেষ্টা, বাংলাদেশ ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ, লক্ষ্মীপুর জেলা। 
 
প্রফেসর মনির আহমদ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, লক্ষ্মীপুর জেলা। 
অধ্যাপক মু আব্দুর রহমান,সেক্রেটারী বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, লক্ষ্মীপুর জেলা। 
মাওলানা আবদুর রহিম, সমন্বয়ক চট্টগ্রাম বিভাগ।
 
 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শিক্ষক নেতা মাওলানা হাবিবুর রহমান জসিম,মাওলানা ফখরুদ্দীন, মাওলানা নিজাম উদ্দীন, মাওলানা আঃ রহমান, মাওলানা আঃ রব,মাওলানা মাকছুদুর রহমান প্রমূখ।
 
প্রধান অতিথির বক্তব্যে ড, আবদুছ ছবুর মাতুব্বর বলেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার রুপকার ও প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ১৯৮৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ১৮০০০ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার রেজিস্ট্রেশন দিয়েছেন। ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কমিনিটি প্রাথমিক বিদ্যালয় ও ১৫১৯ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কে একই পরিপত্রে ৫০০ টাকা করে মাসিক সন্মানি নির্ধারণ করেন। ২০১৩ সালে আওয়ামী লীগে সরকার ২৬ হাজার কমিটি ও রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় কে জাতীয়করণ করেন আর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো ক্রমান্বয়ে প্রধান শিক্ষক ৩৫০০ টাকা আর সহকারী শিক্ষক ৩৩০০ টাকা সম্মানী বৃদ্ধি করা হয়।বাকী মাদ্রাসার শিক্ষকেরা কোন বেতন বাতা না-পেয়ে মানবেতর জীবনযাপন করে। প্রায় দশ হাজার মাদ্রাসা বিলুপ্তির পথে। বাংলাদেশ ভ্যানবেইজ জরিপে ৭৪৫৩ টি মাদ্রাসার অস্তিত্ব পাওয়া যায়। আমার এসব মাদ্রাসা গুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ চাই, স্হায়ী রেজিস্ট্রেশন চাই, এবং ছাত্র-ছাত্রীদের ফিডিং সহ উপবৃত্তি চাই।
.

ডে-নাইট-নিউজ / মোঃ নুর হোসেন(লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ