
আজ সকাল থেকে স্ব শরীরে কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন এইচএসসি পরীক্ষার্থীরা। স্বাস্থ্য বিধি মেনে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সিলেট বিভাগের ৪ জেলার ৮৫টি কেন্দ্রে আজকের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। .
পরিসংখ্যান অনুযায়ী গেল বছরের চেয়ে এবার সিলেট শিক্ষা বোর্ডে ৭ হাজার ৫৩১ জন পরীক্ষার্থী কমেছে। পরীক্ষার ১ম দিন পদার্থ বিজ্ঞান (তত্বীয়) ১ম বিষয়ের পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে আজকের এইচএসসি পরীক্ষা। গতবছর অটোপাশে এইচএসসি পরীক্ষায় মোট ৭৫ হাজার ৩২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ছাত্র ছিলেন ৩৪ হাজার ১৪৯ জন ও ৪১ হাজার ১৭৪ ছিলেন ছাত্রী। এবার মোট পরীক্ষার্থী ৬৭ হাজার ৭৯২ জন। এর মধ্যে ৩০ হাজার ৮২২ জন ছাত্র ও ৩৬ হাজার ৯৭০ জন ছাত্রী রয়েছেন।.
এসব পরীক্ষার্থীর মধ্যে সিলেট জেলা থেকে মোট ২৯ হাজার ১৭৩ জন ফরমফিলাপ করেছে । এতে ১৩ হাজার ৭৯৬ জন ছাত্র ও ১৫ হাজার ৩৭৭ জন ছাত্রী রয়েছে। হবিগঞ্জে মোট ১২ হাজার ৪৩৪ জন ছাত্র ছাত্রী অংশ নিয়েছে। ছাত্র ৫ হাজার ৬১৫ জন ও ৬ হাজার ৮১৯ জন হলেন ছাত্রী। সুনামগঞ্জ জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৯০৬ জন। ছাত্র ৫ হাজার ৭৭৪ জন ও ৭ হাজার ১৩২ জন ছাত্রী। মৌলভীবাজারের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ২৭৯ জন। ছাত্র সংখ্যা ৫ হাজার ৬৩৭ জন ও ছাত্রী হলেন ৭ হাজার ৬৪২ জন।.
তিনটি বিভাগের মধ্যে বিজ্ঞান বিভাগের মোট পরীক্ষার্থী ১৩ হাজার ৮৮ জন। ব্যবসায় শিক্ষা বিভাগের মোট পরীক্ষার্থী ৯ হাজার ৪০৩ জন।মানবিক বিভাগের মোট পরীক্ষার্থী ৪৫ হাজার ৩০১ জন।.
পরীক্ষা কেন্দ্র রয়েছে সিলেটে ৩২টি। মৌলভীবাজারের ১৪টি। হবিগঞ্জে ১৮টি। সুনামগঞ্জে ২১টি। পুরো বিভাগে ৮৫টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট ২৯৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছেন বলে জানা গেছে। .
পরীক্ষা কেন্দ্রগুলোতে ২৪টি ভিজিল্যান্স টিম তদারকির দায়িত্ব পালন করছেন। বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে টিমগুলো কেন্দ্র নিয়ন্ত্রণ কাজের দায়িত্বে রয়েছেন। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সার্বক্ষণিক পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শনে নিয়োজিত রয়েছেন। .
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ্র পাল জানিয়েছেন সকল প্রকার বিঘ্নতা ছাড়াই এবারের এইচএসসি পরীক্ষা সমাপ্তের প্রস্তুতি তাদের রয়েছে। এজন্য অভিভাবক সহ সবার একান্ত সহযোগিতা দরকার। . .
ডে-নাইট-নিউজ / সিলেট প্রতিনিধিঃ
কপিরাইট © 2015-2025 Dnnbd.com, ডে-নাইট গ্রুপের একটি অংঙ্গ প্রতিষ্ঠান।
Design & Developed by ICT Sky Ltd.
আপনার মতামত লিখুন: